বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন সোপানে পদার্পণ করতে যাচ্ছে অন্তর্র্বর্তী সরকারের আমলেই। আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং সে দেশের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট ম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে অর্থনৈতিক সংস্কার নিয়ে দুই পক্ষের আলোচনার ফলশ্রুতিতে নতুন ভবিষ্যতের দিকে চোখ রাখছে দুই দেশ। ইতোমধ্যে ঢাকায় বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে, সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে বেসরকারি খাতে মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বাড়বে। বৈঠক শেষে মার্কিন দূতাবাসের বার্তায় জানানো হয়েছে, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে ডেটা সেন্টার এবং পরিবহন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা-প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক ভূমিকা পালন করেছে। অর্থনৈতিক সংস্কার যথাযথভাবে সম্পন্ন হলে মার্কিন বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত দেশ। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দুই পক্ষের সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও নানা ক্ষেত্রে মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে এগিয়ে এসেছে। করোনাকালে বাংলাদেশ ভারত ও চীনের কাছ থেকে ভ্যাকসিন কিনেছে বিপুল অর্থ ব্যয় করে। একই সময়ে যুক্তরাষ্ট্র বিনামূল্যে হাজার হাজার কোটি টাকার ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে মানবিক চেতনার প্রতিফলন ঘটিয়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় প্রথম থেকেই সোচ্চার ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে অগ্রগতির নিশ্চয়তা দিয়েছে দীর্ঘ পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন। অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার হলে অর্থাৎ আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং ঘুষ দুর্নীতির থাবা থামাতে পারলে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশমুখী হতে উদ্বুদ্ধ হবে। বিশ্বের সবচেয়ে অগ্রসর দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে আগ্রহী হলে অন্যান্য দেশের বিনিয়োগও বাড়বে যৌক্তিক কারণে। যা নিশ্চিতকরণে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি সরকারের কাছে আরও গুরুত্ব পাবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
মার্কিন বিনিয়োগ
সংস্কারে খুলবে সম্ভাবনার দ্বার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর