নতুন শিল্প কলকারখানায় গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী বলে অভিহিত করাই যথার্থ হবে। ১৮ কোটি মানুষের এই দেশে বেকারের হার ক্রমান্বয়ে বাড়ছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনই এক নাজুক অবস্থায় নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১০ টাকা বা ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত শিল্প স্থাপনে শিল্পোদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও তা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। নতুন শিল্পের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ভোক্তা ও ব্যবসায়ীদের তীব্র আপত্তির পরও নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৫০ টাকার বদলে হবে ৪২ টাকা। শিল্প খাতে বর্তমানে ৩০ টাকার বদলে হবে ৪০ টাকা। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্পপ্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। ব্যবসায়ীদের আশঙ্কা ব্যবসাবাণিজ্যের ওপর গ্যাসের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে। নতুন বিনিয়োগেও অনিশ্চয়তা তৈরি হবে। নতুন ও পুরোনো বিনিয়োগকারীদের মধ্যে অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। সরকারের এই সিদ্ধান্তে মনে হচ্ছে দেশে আর নতুন কোনো শিল্প গড়ে উঠুক বা নতুন করে বিনিয়োগ আসুক তা তারা চায় না। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর ফলে উৎপাদিত পণ্যের দাম বাড়বে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মূল্যবৃদ্ধি বিড়ম্বনা ডেকে আনবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসার পরিবেশে অনিশ্চয়তা বাসা বেঁধেছে। ব্যাংক ঋণের উচ্চহারের প্রভাবে গত কয়েক মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যখন ব্যবসাবান্ধব পরিবেশ দরকার তখন নতুন শিল্পের জন্য গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়ানো শিল্পায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দাম না বাড়িয়ে গ্যাস বিপণন ক্ষেত্রে দুর্নীতি রোধ করার দিকে সরকার নজর দিলে ভর্তুকি কমানো সম্ভব হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শিল্পায়ন
আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর