নতুন শিল্প কলকারখানায় গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী বলে অভিহিত করাই যথার্থ হবে। ১৮ কোটি মানুষের এই দেশে বেকারের হার ক্রমান্বয়ে বাড়ছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনই এক নাজুক অবস্থায় নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১০ টাকা বা ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত শিল্প স্থাপনে শিল্পোদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও তা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। নতুন শিল্পের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ভোক্তা ও ব্যবসায়ীদের তীব্র আপত্তির পরও নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৫০ টাকার বদলে হবে ৪২ টাকা। শিল্প খাতে বর্তমানে ৩০ টাকার বদলে হবে ৪০ টাকা। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্পপ্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। ব্যবসায়ীদের আশঙ্কা ব্যবসাবাণিজ্যের ওপর গ্যাসের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে। নতুন বিনিয়োগেও অনিশ্চয়তা তৈরি হবে। নতুন ও পুরোনো বিনিয়োগকারীদের মধ্যে অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। সরকারের এই সিদ্ধান্তে মনে হচ্ছে দেশে আর নতুন কোনো শিল্প গড়ে উঠুক বা নতুন করে বিনিয়োগ আসুক তা তারা চায় না। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর ফলে উৎপাদিত পণ্যের দাম বাড়বে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মূল্যবৃদ্ধি বিড়ম্বনা ডেকে আনবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসার পরিবেশে অনিশ্চয়তা বাসা বেঁধেছে। ব্যাংক ঋণের উচ্চহারের প্রভাবে গত কয়েক মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যখন ব্যবসাবান্ধব পরিবেশ দরকার তখন নতুন শিল্পের জন্য গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়ানো শিল্পায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দাম না বাড়িয়ে গ্যাস বিপণন ক্ষেত্রে দুর্নীতি রোধ করার দিকে সরকার নজর দিলে ভর্তুকি কমানো সম্ভব হবে।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
শিল্পায়ন
আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর