নতুন শিল্প কলকারখানায় গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী বলে অভিহিত করাই যথার্থ হবে। ১৮ কোটি মানুষের এই দেশে বেকারের হার ক্রমান্বয়ে বাড়ছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনই এক নাজুক অবস্থায় নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১০ টাকা বা ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত শিল্প স্থাপনে শিল্পোদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও তা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। নতুন শিল্পের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ভোক্তা ও ব্যবসায়ীদের তীব্র আপত্তির পরও নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৫০ টাকার বদলে হবে ৪২ টাকা। শিল্প খাতে বর্তমানে ৩০ টাকার বদলে হবে ৪০ টাকা। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্পপ্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। ব্যবসায়ীদের আশঙ্কা ব্যবসাবাণিজ্যের ওপর গ্যাসের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে। নতুন বিনিয়োগেও অনিশ্চয়তা তৈরি হবে। নতুন ও পুরোনো বিনিয়োগকারীদের মধ্যে অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। সরকারের এই সিদ্ধান্তে মনে হচ্ছে দেশে আর নতুন কোনো শিল্প গড়ে উঠুক বা নতুন করে বিনিয়োগ আসুক তা তারা চায় না। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর ফলে উৎপাদিত পণ্যের দাম বাড়বে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মূল্যবৃদ্ধি বিড়ম্বনা ডেকে আনবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসার পরিবেশে অনিশ্চয়তা বাসা বেঁধেছে। ব্যাংক ঋণের উচ্চহারের প্রভাবে গত কয়েক মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যখন ব্যবসাবান্ধব পরিবেশ দরকার তখন নতুন শিল্পের জন্য গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়ানো শিল্পায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দাম না বাড়িয়ে গ্যাস বিপণন ক্ষেত্রে দুর্নীতি রোধ করার দিকে সরকার নজর দিলে ভর্তুকি কমানো সম্ভব হবে।
শিরোনাম
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
শিল্পায়ন
আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর