নতুন শিল্প কলকারখানায় গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী বলে অভিহিত করাই যথার্থ হবে। ১৮ কোটি মানুষের এই দেশে বেকারের হার ক্রমান্বয়ে বাড়ছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমনই এক নাজুক অবস্থায় নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১০ টাকা বা ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত শিল্প স্থাপনে শিল্পোদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও তা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। নতুন শিল্পের জন্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ভোক্তা ও ব্যবসায়ীদের তীব্র আপত্তির পরও নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফলে ক্যাপটিভ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৫০ টাকার বদলে হবে ৪২ টাকা। শিল্প খাতে বর্তমানে ৩০ টাকার বদলে হবে ৪০ টাকা। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন, সেসব শিল্পপ্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। ব্যবসায়ীদের আশঙ্কা ব্যবসাবাণিজ্যের ওপর গ্যাসের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়বে। নতুন বিনিয়োগেও অনিশ্চয়তা তৈরি হবে। নতুন ও পুরোনো বিনিয়োগকারীদের মধ্যে অসম প্রতিযোগিতা সৃষ্টি হবে। সরকারের এই সিদ্ধান্তে মনে হচ্ছে দেশে আর নতুন কোনো শিল্প গড়ে উঠুক বা নতুন করে বিনিয়োগ আসুক তা তারা চায় না। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর ফলে উৎপাদিত পণ্যের দাম বাড়বে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মূল্যবৃদ্ধি বিড়ম্বনা ডেকে আনবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসার পরিবেশে অনিশ্চয়তা বাসা বেঁধেছে। ব্যাংক ঋণের উচ্চহারের প্রভাবে গত কয়েক মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যখন ব্যবসাবান্ধব পরিবেশ দরকার তখন নতুন শিল্পের জন্য গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়ানো শিল্পায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দাম না বাড়িয়ে গ্যাস বিপণন ক্ষেত্রে দুর্নীতি রোধ করার দিকে সরকার নজর দিলে ভর্তুকি কমানো সম্ভব হবে।
শিরোনাম
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা