স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত দেশের পোশাকশিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় ভুগছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। পোশাকশিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। সপ্তাহখানেক আগে জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে সুতা আমদানি বন্ধের প্রজ্ঞাপন জারি করে। তৈরি পোশাকশিল্পের মালিকদের অভিমত, এর ফলে নির্ধারিত সময়ে পোশাক রপ্তানিতে শঙ্কা তৈরি হবে। ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএর অভিমত, এ সিদ্ধান্তের ফলে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প শক্তিশালী হবে। হুন্ডির মাধ্যমে টাকা পাচার বন্ধ হবে এবং সরকারের রাজস্ব বাড়বে। সমুদ্রবন্দর ব্যবহার করার ফলে রাজস্ব আদায়ের নিয়ন্ত্রণ জাতীয় রাজস্ব বোর্ডের হাতে থাকবে। বিজিএমইএর ভাষ্য, বন্ড লাইসেন্সের বিপরীতে স্থলবন্দরের মাধ্যমে আমদানি করা সুতার ব্যবহারে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইমএর বক্তব্য সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ সিদ্ধান্তে তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হবে। ছোট কারখানাগুলো বেশি বিপদে পড়বে। ছোট ও মাঝারি পোশাক কারখানার উদ্যোক্তারা ভারত থেকে সড়কপথে সুতা আমদানি করে থাকেন। কারণ তারা সমুদ্রপথে জাহাজে বড় লট করে আনতে পারেন না। ভারত থেকে যে যুক্তিতে স্থলপথে সুতা আমাদনি বন্ধ করা হয়েছে, তা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আমরা নীতিগতভাবে বিশ্বাস করি, পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প দেশেই উৎপাদিত হওয়া উচিত। বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় তুলা আমদানিকারক দেশ। তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত কাপড়ের শতভাগ দেশে উৎপাদনের উদ্যোগ যেমন নেওয়া উচিত, তেমন শতভাগ সুতা যাতে দেশে উৎপাদন করা যায় সরকারকে সে পথই খুঁজতে হবে। এ উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া যেতে পারে। যে সময়ের পর ভারত বা অন্য কোনো দেশ থেকে শুধু স্থলপথ নয়, সমুদ্রপথেও সুতা যাতে আমদানি না হয়। দেশেই যাতে সুতা তৈরির আরও শিল্প গড়ে ওঠে, সে ব্যাপারে উৎসাহ জোগাতে হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা