স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত দেশের পোশাকশিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় ভুগছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। পোশাকশিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। সপ্তাহখানেক আগে জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে সুতা আমদানি বন্ধের প্রজ্ঞাপন জারি করে। তৈরি পোশাকশিল্পের মালিকদের অভিমত, এর ফলে নির্ধারিত সময়ে পোশাক রপ্তানিতে শঙ্কা তৈরি হবে। ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএর অভিমত, এ সিদ্ধান্তের ফলে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প শক্তিশালী হবে। হুন্ডির মাধ্যমে টাকা পাচার বন্ধ হবে এবং সরকারের রাজস্ব বাড়বে। সমুদ্রবন্দর ব্যবহার করার ফলে রাজস্ব আদায়ের নিয়ন্ত্রণ জাতীয় রাজস্ব বোর্ডের হাতে থাকবে। বিজিএমইএর ভাষ্য, বন্ড লাইসেন্সের বিপরীতে স্থলবন্দরের মাধ্যমে আমদানি করা সুতার ব্যবহারে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইমএর বক্তব্য সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ সিদ্ধান্তে তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হবে। ছোট কারখানাগুলো বেশি বিপদে পড়বে। ছোট ও মাঝারি পোশাক কারখানার উদ্যোক্তারা ভারত থেকে সড়কপথে সুতা আমদানি করে থাকেন। কারণ তারা সমুদ্রপথে জাহাজে বড় লট করে আনতে পারেন না। ভারত থেকে যে যুক্তিতে স্থলপথে সুতা আমাদনি বন্ধ করা হয়েছে, তা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আমরা নীতিগতভাবে বিশ্বাস করি, পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প দেশেই উৎপাদিত হওয়া উচিত। বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় তুলা আমদানিকারক দেশ। তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত কাপড়ের শতভাগ দেশে উৎপাদনের উদ্যোগ যেমন নেওয়া উচিত, তেমন শতভাগ সুতা যাতে দেশে উৎপাদন করা যায় সরকারকে সে পথই খুঁজতে হবে। এ উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া যেতে পারে। যে সময়ের পর ভারত বা অন্য কোনো দেশ থেকে শুধু স্থলপথ নয়, সমুদ্রপথেও সুতা যাতে আমদানি না হয়। দেশেই যাতে সুতা তৈরির আরও শিল্প গড়ে ওঠে, সে ব্যাপারে উৎসাহ জোগাতে হবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা