স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত দেশের পোশাকশিল্পের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় ভুগছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। পোশাকশিল্পের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। সপ্তাহখানেক আগে জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে সুতা আমদানি বন্ধের প্রজ্ঞাপন জারি করে। তৈরি পোশাকশিল্পের মালিকদের অভিমত, এর ফলে নির্ধারিত সময়ে পোশাক রপ্তানিতে শঙ্কা তৈরি হবে। ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএর অভিমত, এ সিদ্ধান্তের ফলে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প শক্তিশালী হবে। হুন্ডির মাধ্যমে টাকা পাচার বন্ধ হবে এবং সরকারের রাজস্ব বাড়বে। সমুদ্রবন্দর ব্যবহার করার ফলে রাজস্ব আদায়ের নিয়ন্ত্রণ জাতীয় রাজস্ব বোর্ডের হাতে থাকবে। বিজিএমইএর ভাষ্য, বন্ড লাইসেন্সের বিপরীতে স্থলবন্দরের মাধ্যমে আমদানি করা সুতার ব্যবহারে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইমএর বক্তব্য সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ সিদ্ধান্তে তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হবে। ছোট কারখানাগুলো বেশি বিপদে পড়বে। ছোট ও মাঝারি পোশাক কারখানার উদ্যোক্তারা ভারত থেকে সড়কপথে সুতা আমদানি করে থাকেন। কারণ তারা সমুদ্রপথে জাহাজে বড় লট করে আনতে পারেন না। ভারত থেকে যে যুক্তিতে স্থলপথে সুতা আমাদনি বন্ধ করা হয়েছে, তা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আমরা নীতিগতভাবে বিশ্বাস করি, পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প দেশেই উৎপাদিত হওয়া উচিত। বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় তুলা আমদানিকারক দেশ। তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত কাপড়ের শতভাগ দেশে উৎপাদনের উদ্যোগ যেমন নেওয়া উচিত, তেমন শতভাগ সুতা যাতে দেশে উৎপাদন করা যায় সরকারকে সে পথই খুঁজতে হবে। এ উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া যেতে পারে। যে সময়ের পর ভারত বা অন্য কোনো দেশ থেকে শুধু স্থলপথ নয়, সমুদ্রপথেও সুতা যাতে আমদানি না হয়। দেশেই যাতে সুতা তৈরির আরও শিল্প গড়ে ওঠে, সে ব্যাপারে উৎসাহ জোগাতে হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
সুতা আমদানি নয়
উৎপাদনের ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর