তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলার মানুষ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচত হলে পাকিস্তানসহ বাংলাদেশ বিরোধী রাষ্ট্রগুলো পদদলিত হবে। তাই পরিকল্পিতভাবে ৭৫’এ বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে নয়, বাংলাদেশকে, বাঙালি জাতিকে হত্যা করে ৭১’এ নির্লজ্জভাবে বাংলাদেশের কাছে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নেয়া।
তিনি বলেন, পাকিস্তানের গুপ্তচর জিয়ার পরিবার বঙ্গবন্ধুর মূল খুনি, খুনের প্রধান খলনায়ক, পৃষ্ঠপোষক এবং কুশীলব। এই বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সকল ষড়যন্ত্রের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী জিয়াউর রহমান। খন্দকার মোস্তাক এবং জিয়া বঙ্গভবনে বসে বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে।
শনিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আমরা আজ এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নের ইতিহাস সৃষ্টি করছে, তাই আমাদের ব্যক্তিগতভাবে উন্নয়নের ক্রেডিট নেয়ার কোন সুযোগ নেই। এদেশে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নেতৃত্বেই শুধু উন্নয়ন হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত