ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছেই না। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত রিটে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন।
বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাবিতে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার আর পরীক্ষায় অংশ নিতে পারবে না কোনো শিক্ষার্থী। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে রিটটি দায়ের করা হয়েছিল। গতবছর ঢাবির ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ ২৬ জন শিক্ষার্থী রিটটি দায়ের করেছিল। গত ৮ জুলাই হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক বিবেচনা করে রিটটি খারিজ করে দিয়েছিলেন।
চলতি ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টানা কয়েক দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও অনশনের মতো কর্মসূচি পালন করেছিল। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ভর্তিচ্ছু ২৬ শিক্ষার্থীর অভিভাবক। গত ১৬ মার্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। রুলে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিল কেন বেআইনি ঘোষণা এবং আগের মতো ভর্তির সুযোগ রেখে নতুন করে সিদ্ধান্ত কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। গত দুই দিন রুলের ওপর ঢাবির পক্ষে আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন ও রিটকারীদের পক্ষে সুব্রত চৌধুরী শুনানি করেন।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ