ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে স্বার্থান্বেষী মহল যাতে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে নজর রাখার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ সোমবার তেজগাঁওয়ে বিজিপ্রেসের সভাকক্ষে আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ আহ্বান জানান মন্ত্রী।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা দূর করতে বিজিপ্রেসে প্রশ্নপত্র ছাপানোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরাস্কুলের তালিকা প্রকাশ বন্ধ করা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, কোনো ব্যক্তি বা স্কুলের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে পরীক্ষা শুরুর ঠিক আগমূর্হুতে পরীক্ষা কেন্দ্র থেকে যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে স্বার্থান্বেষী মহল যাতে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে নজর রাখার জন্য বিটিআরসি’র প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, শিক্ষা মন্ত্রণালয়, অধিদফতর, শিক্ষা বোর্ডসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজিপ্রেসের মহাপরিচালক একেএম মানজুরুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।