শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা
বই পরিচিতি

সময় রেখায় বঙ্গবন্ধু : সে আগুন ছড়িয়ে গেল সবখানে

সময় রেখায় বঙ্গবন্ধু : সে আগুন ছড়িয়ে গেল সবখানে

বিন্দুতে সিন্ধু, সময় রেখায় বঙ্গবন্ধু শিলালিপি প্রকাশিত ‘সময় রেখায় বঙ্গবন্ধু : সে আগুন ছড়িয়ে গেল সবখানে’-বইটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ জীবন উপস্থাপনার একটি প্রয়াশ। বঙ্গবন্ধু কীভাবে সময়কে অতিক্রম করে গেছেন, কতগুলো ঘটনার সংক্ষিপ্ত ও বিশেষণহীন সরল উপস্থাপনার মধ্য দিয়ে তা বইটিতে ফুটে ওঠে। এটি কেবল টুঙ্গিপাড়ার শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের খোকার বঙ্গবন্ধু বা বিশ্বনেতা হয়ে ওঠার উপাখ্যান নয়, সমসাময়িক রাজনৈতিক উত্থান-পতন, বিভ্রান্তি ও ক্ষমতা-লোভের মায়াজাল ছিন্ন করে একটি জাতি রাষ্ট্র গঠনের পথ নির্মাণ এবং বাঙালির স্বরাজ অর্জনের সাফল্যগাথা। সম্পূর্ণরূপে রাজনৈতিক কর্মকান্ডে নিয়োজিত একটি জীবনের গুরুত্বপূর্ণ বাঁকগুলো অর্ধশতাধিক গ্রহণযোগ্য উৎস থেকে নির্মোহভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রাজনীতিতে হাতেখড়ি, দুর্ভিক্ষ, মহামারী ও সাম্প্রদায়িক বৈরিতায় ভূমিকা, পাকিস্তান ও মুসলিম লীগ আন্দোলন ও এর ‘মোহভঙ্গ’, গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই বাঙালিদের জন্য একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অনিবার্যতা তৈরিতে ভূমিকা, সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য প্রায় সব প্রতিষ্ঠান নির্মাণের তথ্যাদি অত্যন্ত নির্মোহভাবে বইটিতে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক সত্তা হিসেবে বঙ্গবন্ধুর বিকাশের সমান্তরালে জনগণের মধ্যে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের আকাক্সক্ষা সৃষ্টি ও বিকাশের ধারণা পাওয়া যায় বইটিতে। বঙ্গবন্ধুকে জানা-বোঝার জন্য অনবদ্য, সরল ও একক উৎস হিসেবে বইটিকে চিহ্নিত করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান। বইটির ভূমিকায় তিনি লিখেছেন, ‘... বর্তমানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এর চেয়ে চমৎকার প্রকাশনা আর কী হতে পারে!’

বইটি তিনটি ভিন্ন কলেবরে ছাপা হয়েছে। একটি ‘বুক পকেটের বই’, গায়ের দাম- হার্ড কাভার ৩৩০ টাকা ও পেপার ব্যাক ১৮০ টাকা। ‘ট্রাভেলার্স এডিশন’, গায়ের দাম-হার্ড কাভার ৭৫০ টাকা ও পেপার ব্যাক ৪০০ টাকা। ‘কালেক্টর্স এডিশন’, গায়ের দাম-৩,০০০ টাকা।

সর্বশেষ খবর