টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি। অবাক হবার কিছু নেই। এমনটাই মনে করেন স্বয়ং কিংবদন্তি লারা নিজেই!
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ফাঁকে তার ৪০০ রানের রেকর্ড কি কেউ ভেঙে দিতে পারে কিনা সাংবাদিকের এমন প্রশ্ন শুনে লারা বলেছেন, ‘‘বিরাট কোহলি পারে। জো রুটের পাশাপাশি আমি ওকে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে মনে করি।’’
তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে আশার কথা শুনিয়েছেন লারা। বলেছেন, ‘‘আমার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজে এখনও প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। সমস্যাটা হল আমরা তাদের মহান ক্রিকেটার করে তুলতে পারছি না। ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ায় পরিকাঠামো অনেক উন্নত।’’
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ব্যর্থতা দেখে লারা বলেন, ‘‘অস্ট্রেলিয়াকে এখন আর কেউ ভয় পায় না। ওয়েস্ট ইন্ডিজের মতো অস্ট্রেলিয়ার ক্রিকেটেরও পতন ঘটতে পারে। দলের সেরা তিন ক্রিকেটার এ বি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন ও মর্নি মর্কেলকে ছাড়াও দারুণ ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা।’’
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮