সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি তো আছেনই। এবার তার সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক দেশি অলরাউন্ডার আনওয়ার আলি। তবে রংপুর রাইডার্সের জন্য সুখবর হলো দলে যুক্ত হচ্ছেন দুই বিধ্বংসী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
এই তিনজনের মধ্যে ডেমিড মিলার এবং আনওয়ার আলি রংপুর রাইডার্সে আসছেন নিশ্চিত হয়ে গেছে। আজ মাঠে দেখা যেতে পারে আনওয়ার আলিকে। দুয়েক দিনের মধ্যে আসবেন ডেভিড মিলারও। আর দিন কয়েকের মধ্যেই দলে যোগ হচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন।
প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন এ অসি তারকা ক্রিকেটার। এর আগে আইপিএলে তিনি রাজস্থান এবং বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। রংপুর রাইডার্সের শক্তি এবার বহুগুণেই বেড়ে যাচ্ছে। প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলতে দারুণ একটা দল গড়তে যাচ্ছে তারা।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব