টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ভারতের বিদায়ী কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, ‘ক্রিকেটাররা ‘মেশিন’ নয়। মাসের পর মাস বলয়ে থাকতে হলে স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যানের গড়ও কমে যেত।’ মঙ্গলবার বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের পাশে বসে অনেকটা সাবেক কোচের আদলে রোহিত শর্মা বলেন, ‘ক্রিকেটাররা মোটেও মেশিন নয়। তাই তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং আগামী বেশ কয়েকটি সিরিজে এই ধারা বজায় থাকবে। সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ আছে। সেই দিকটাও তো মাথায় রাখতে হবে।’
রাহুলও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। তবে তিনি রোহিতের মতো গর্জে না উঠে, অনেকটা দার্শনিক ঢঙে বলেন, ‘একজন কোচ হিসেবে প্রতিটি ক্রিকেটারের শারীরিক ও মানসিক অবস্থা বোঝা আমার কাজ। আন্তর্জাতিক ক্রিকেটে সব দলকে এই চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এই অবস্থার মধ্যেই সেরা একাদশ মাঠে নামাতে হবে। আমাদের কাছেই তো উদাহরণ আছে। ক্লান্তির জন্যই কিন্তু কেন উইলিয়ামসন টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন।’
ভারতের সদ্য নিয়োগপ্রাপ্ত এই কোচ বলেন, ‘তিনটি ফরম্যাট আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আগামী দুই বছরে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও, একদিনের বিশ্বকাপ খেলব। সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমাদের দলে এমন কিছু ক্রিকেটার রয়েছে, যারা তিনটি ফরম্যাটে অনায়াসে খেলে। কেউ কেউ আবার টেস্টে পারদর্শী। তাই সব পরিস্থিতি বিচার করে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এমআই