বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১৮ সদস্যের স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে যোগ হয়েছে তিন ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।
পাকিস্তান ১২ সদস্যের স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।
এদিকে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের। স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত