বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা সোমবার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নাশকতার অভিযোগে বিমানবন্দর থানা পুলিশ মামলাটি করে। ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ১০ জন জামিনে রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা