চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় ৬৬০ পিস ইয়াবা ও ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। রবিবার গভীর রাতে পুলিশ এ অভিযান চালায় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ নাইমুল হাছান।
তিনি বলেন, সীতাকুণ্ড থেকে জামায়াতের এক কর্মী আটক ছাড়াও চন্দনাইশ ও সাতকানিয়া থেকে ৬৬০ পিস ইয়াবা ও ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে আটকদের মধ্যে নিয়মিত মামলায় ২৩ জন এবং সাজা পরোয়ানামূলে ৩১ জন আসামি রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা