জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরী আর নেই। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামসহ অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ নেতারা।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা