রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান ‘সুখোই-৫৭’র সফলভাবে উড্ডয়ন শেষ করেছে বলে জানিয়েছে দেশটির শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র। মঙ্গলবার পরীক্ষামূলক এর উড্ডয়ন হয় বলে জানান তিনি।
এ ব্যাপারে সুখোই এয়ারক্রাফটের প্রধান টেস্ট পাইলট সার্গেই বোগদান বলেন, নতুন ইঞ্জিন সংযোজনের পর ১৭ মিনিট সফলতার সঙ্গেই উড়েছে সুখোই-৫৭।
২০১০ সালের ২৯ জানুয়ারি অনানুষ্ঠানিক উড্ডয়নের পর আলোচায় আসে সুখোই-৫৭। পঞ্চম প্রজন্মের বিমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর স্টিলথ প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। স্টিলথ ফাইটারগুলোতে এক ধরনের বিশেষ রঙ বা পেইন্ট ব্যবহার করা হয় যা রাডার থেকে ছুঁড়ে দেওয়া শব্দ তরঙ্গকে আর রাডারে ফেরত আসতে দেয় না। ফলে রাডারের পক্ষে ফাইটারকে শনাক্ত করা সম্ভব হয় না।
এছাড়া, সুখোই-৫৭ ফাইটারের ককপিটে ব্যবহার করা হয়েছে এনএসটি এসআইভি প্রযুক্তির হেলমেট। তাতে বৈমানিককে জয়স্টিক ব্যবহার ছাড়াই কেবল মাত্র দৃষ্টিশক্তি এবং চিন্তার দ্বারা শত্রু বিমান শনাক্ত ও ধ্বংস করা সম্ভব।
৫ ডিসেম্বর প্রথম আনুষ্ঠানিক উড্ডয়নের পর ২০১৯ সালে বিমানটির বানিজ্যিকীকরণ শুরু হবে বলে আশা করছে রাশিয়া।
সূত্র: টাস
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ