করোনাভাইরাসের মহামারীতে ইরানে গত ২৪ ঘণ্টায় আরও ২৮৪ জন মারা গেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানান।
তিনি বলেন, এ পর্যন্ত ইরানে করোনভাইরাসে ৫১ হাজার ৪৯৬ জন করোনা রোগী মারা গেছেন। এছাড়া, ইরানে এ পর্যন্ত ১০ লাখ ৮৩ হাজার ২৩ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন যার মধ্যে সাত লাখ ৭৮ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সাদাত লারি আরও বলেন, গত ২৪ ঘন্টায় ইরানে ১০ হাজার ৪০০ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে এক হাজার ৪৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৫,৭৬৮ জন মারাত্মক অবস্থায় রয়েছেন এবং তাদেরকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত