মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল অংকের অস্ত্র বিক্রির চুক্তিতে সফল হতে চলেছেন। সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের সমর্থনে তা পাস হয়েছে বলে জানা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে দুটি প্রস্তাবনার ওপর ভোটাভুটি হয়। মার্কিন সিনেটে এই পরিকল্পনা আটকে দেয়ার চেষ্টা করেছিল। এর একটিতে অস্ত্র বিক্রির পক্ষে রিপাবলিকান দলের ৫০ জন সিনেটর সমর্থন দেন। প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়েছে ৪৬টি। অন্য একটি প্রস্তাবে অস্ত্র বিক্রির পক্ষে ৪৯টি এবং বিপক্ষে ৪৭টি ভোট পড়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ