বিমানের কর্মীদের ডায়াপার পরার নির্দেশনা জারি করেছে চীন। শুধুমাত্র করোনা ঝুঁকি প্রতিরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিমানের টয়লেট ব্যবহার না করার নির্দেশনাও রয়েছে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটের ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য। খবর বিবিসির।
জানা গেছে, বিমানকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সম্পর্কিত একটি অংশে ডায়াপার পরার এ পরামর্শ দেওয়া হয়। তবে বিমানের পাইলট ও সহকারী পাইলটকে ডায়াপার পরতে হবে না। তাদের শুধু মাস্ক ও চশমা পরলেই হবে। এছাড়া বিমানের কেবিনে পর্দা দিয়ে ভাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক