সিরিয়ায় আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে তুরস্কের তিন জন সেনাও রয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল আহিন শহরে। খবর ডন ও আরব নিউজের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব সিরিয়ার রাস আল আহিন শহরটি মূলত পরিচালনা করে তুরস্কের সেনাবাহিনীর একটি বিশেষ শাখা। বৃহস্পতিবার তাদের একটি দল রাস আল আহিন শহরের একটি চেকপোস্টে ডিউটি করছিল। আচমকা সেখানে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ করে অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা।
এর ফলে তুরস্কের তিন জন সেনা, ২ জন সাধারণ নাগরিক-সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইএস মদতপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক