আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীতাকুণ্ডের অক্সিজেন প্লান্ট, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, সাইন্সল্যাব এবং গুলিস্তানের ঘটনা আন্দোলনে ব্যর্থ বিএনপির নাশকতা কিনা তা খতিয়ে দেখছে সরকার।
বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক যৌথ সভায় আজ এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির বিশৃঙ্খল কর্মসূচির আশঙ্কায় সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে আওয়ামী লীগের। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকেও বিএনপি জামায়াতের বিশৃঙ্খলা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসময় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৯ মার্চ আওয়ামী লীগের আলোচনা সভার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/আরাফাত