বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথা যদি ঠিক থাকে, তাহলে আজই জানা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের নাম। দিন তিনেক আগে বিসিবি সভাপতি মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছিলেন, সোমবারের মধ্যেই কোচের নাম চূড়ান্ত হয়ে যাবে। তালিকায় রয়েছে দুজনের নাম। দুজনের নাম থাকলেও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্ডিকা হাতুরাসিংহ কোচ হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। তার চুক্তিনামা কালকের মধ্যেই চলে আসার কথা বিসিবির হাতে। হেড কোচ নিয়োগে ব্যস্ততার মধ্যেই বোলিং কোচ, হাইপারফম্যান্স কোচ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচও তালাশ করেছে পাঁচ সদস্যের কোচ সন্ধানী কমিটি। হেড কোচের তালিকায় হাতুরাসিংহে, মাইকেল বেভান ছাড়াও রয়েছে শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রুমেশ কালুভিথারানা, ইংল্যান্ডের অ্যালান বুচারের নাম। যদি কোনো কারণে হাতুরাসিংহে মিস হয়ে যায়, তাহলে জিম্বাবুয়ের সাবেক কোচ বুচারকেই হয়তো দেখা যাবে মুশফিকুর রহিমদের দায়িত্ব নিতে। অবশ্য ব্যাটিং বিশেষজ্ঞও হতে পারেন এই ইংলিশ ম্যান। হেড কোচের পাশাপাশি স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ এবং হাফ পাইফরম্যান্স কোচ প্রায় চূড়ান্ত। যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিন সিং এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ শ্রীলঙ্কার মারিও ভিলাভারায়ন। ২৮ এপ্রিল হঠাৎ করেই হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন শেন জার্গেনসেন। জার্গেনসেনের বিদায়ের পরপরই বিসিবি পরিচালনা পর্ষদ জরুরি সভা ডেকে পাঁচ সদস্যের একটি কোচ সন্ধান কমিটি গঠন করে। কমিটি বিশ্বের নানা প্রান্তে নানান জনের সঙ্গে যোগ করেন। হাতুরাসিংহেই রয়েছেন সবার শীর্ষে। তাকে চুক্তিপত্রও পাঠানো হয়েছে। আগামীকাল সেই চুক্তিপত্র ঢাকায় আসার কথা। বিসিবি সভাপতি হাতুরাসিংহের পাশাপাশি আরও একজন কোচের কথাও জানান মিডিয়ায়। কিন্তু নাম বলেননি। শোনা যাচ্ছে, তিনি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার বেভান। বিসিবি সভাপতি নাম না বলায় আলোচনায় উঠে এসেছে ইংল্যান্ডের পক্ষে একটি মাত্র টেস্ট ও ওয়ানডে খেলা অ্যালান বুচারও রয়েছেন। যিনি জিম্বাবুয়ের কোচ ছিলেন এক বছরের মতো। তার কোচিংয়েই ৬ বছর পর টেস্ট আঙ্গিনায় হারিয়েছিল বাংলাদেশকে। কোচিং ক্যারিয়ারে সারের দায়িত্বেও ছিলেন বুচার। হাতুরাসিংহের স্বদেশী কালুভিথারানার সঙ্গেও যোগাযোগ করেছিল বিসিবি। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের উইকেটরক্ষক ঢাকার ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। হেড কোচ, হাই পারফরম্যান্স কোচ ও স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচের নিয়োগ প্রসঙ্গে বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, 'তাদের চুক্তিপত্র হাতে না আসা পর্যন্ত কোনোভাবে নিশ্চিত কিছু বলা ঠিক হবে না। কমিটিই চূড়ান্ত করবেন কোচদের নাম।' হেড কোচ প্রায় চূড়ান্ত। একইভাবে হাই পারফরম্যান্স কোচ এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচের নিয়োগও সময়ের ব্যাপার। রিচার্ড ম্যাকিন্স চলে যাওয়ার পর খালি পড়ে আছে বিসিবির একাডেমির কোচিং পদটি। সেই জায়গায় ভারতের সাবেক অলরাউন্ডার ও ফিল্ডিং কোচ রবিন সিংকে নেওয়ার চিন্তা ভাবনা করছে বিসিবি। তার নিয়োগও প্রায় চূড়ান্ত। অবশ্য অস্ট্রেলিয়ার রস টার্নারের কথাও শোনা যাচ্ছে। ভারতের পক্ষে একটি টেস্ট ও ১২৬টি ওয়ানডে খেলেছেন রবিন। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচের পদ থেকে হঠাৎই সরে দাঁড়িয়েছেন ডেবিড ডয়ার। তার জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শ্রীলঙ্কার মারিও ভিলাভারায়নকে। অবশ্য তিনি কাজ করবেন স্টুয়ার্ট কার্পিনেনের তত্ত্ব্বাবধানে। ভিলাভারায়নের মাসিক বেতন ধরা হচ্ছে প্রায় ৬ হাজার মার্কিন ডলার। আগামী ১৫ জুন থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন মুশফিকুররা। সিরিজের আগেই হেড কোচ, বোলিং কোচের নিয়োগ দিতে চাইছে বিসিবি। বোলিং কোচের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস ও জিম্বাবুয়ের হিথ স্ট্রিক।