সময়টা এখন ফুটবলের। আর মাত্র ২৪ দিন পরই দুনিয়া কাঁপানো বিশ্বকাপের পর্দা উঠবে। পৃথিবীজুড়ে এ নিয়ে উম্মাদনা শুরু হয়ে গেছে আরও আগেই। বাংলাদেশও এর বাইরে নয়। অথচ দেশের ফুটবলে করুণ চেহারা তাতেও দূর হচ্ছে না। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা আবাহনী গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এমন ম্যাচেও সাড়া মেলেনি। খেলাটি গোল শূন্য ড্র হয়। ২৫ হাজার আসনবিশিষ্ট গ্যালারিতে দেখা মিলেছিল অল্প কয়েক দর্শক। যাক যারাই এসেছিলেন তাদের প্রত্যাশা ছিল হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ্য হবে। কেননা শেখ জামালের শিরোপা রাস্তা পরিষ্কার করতে জয় যেমন জরুরি ছিল, তেমনিভাবে টেবিলে অবস্থান মজবুত করতে আবাহনীরও জয় ছাড়া উপায় ছিল না। অথচ নিষ্প্রাণ খেলা দেখে দর্শকরা হতাশ হয়েই বাড়ি ফিরেছেন। বিশেষ করে আগের ম্যাচগুলোতে শেখ জামাল যে দুর্দান্ত পারফরম্যান্স শো করেছিল তা ছিল অনুপস্থিত। দুই বিদেশি সনিনর্দে ও ওয়েডসন আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিতেন। কাল কিন্তু তারাও তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। শেখ জামাল দুজনার ওপর যে কতটা নির্ভরশীল তা গতকালের ম্যাচে প্রমাণ পাওয়া গেছে। নর্দেও ওয়েডসন নিষ্ক্রিয় ছিলেন বলে পুরো দলকেই নিস্তেজ মনে হয়েছে। তারপরও ১৫ মিনিটে এগিয়ে যেতে পারত শেখ জামাল। বল নিয়ে ওয়েডসন আবাহনীর বিপজ্জনক এলাকায় ঢুকে শট নিলেও গোলরক্ষক সোহেল রুখে দেন।
	আবাহনীর ভালোভাবেই জানা ছিল হারলে শিরোপার আশা প্রায় শেষ হয়ে যাবে। অথচ জয় পেতে যে ধরনের নৈপুণ্য প্রদর্শন করার কথা ছিল তা কিন্তু তাদের খেলোয়াড়দের মধ্যেও দেখা যায়নি। আসলে গোল করার মতো প্রথমার্ধে দুই দলই সেভাবে আক্রমণ চালাতে পারেনি। একটি ব্যাপার লক্ষ্য করা গেছে শেখ  জামাল ও আবাহনী অল্পতেই হাঁপিয়ে উঠছিল। সেইভাবে পাহারা না দিলেও সনিও খুব বেশি আক্রমণ চালাতে পারেননি। দ্বিতীয়ার্ধে তা আরও করুণ দশা। দুই দল এতটা ক্লান্ত ছিল যে বল অধিকাংশ মাঝ পথে সীমাবদ্ধ ছিল। তবে ৪৮ মিনিটে ওয়ারীর হেড আবাহনীর গোলরক্ষক রুখে না দিলে জামাল এগিয়ে যেতে পারত। সারা ম্যাচে সনিনর্দে একটাই সুযোগ পেয়েছিলেন। ৫৬ মিনিটে অনেকটা ফাঁকা নেটেই গোল করতে ব্যর্থ হন তিনি। ৬০ মিনিটে শেখ জামাল দশজনের দলে পরিণত হয়। এ সময় লিংকন অবৈধভাবে মিশুকে বাধা দিলে রেফারি মিজানুর রহমান লালকার্ড দেখিয়ে তাকে বের করে দেন। এ সুযোগটাও কাজে লাগাতে পারেনি আবাহনী। শেষ পর্যন্ত গোলহীনভাবে খেলা শেষ হয়। এ ড্রতে শেখ জামাল ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল। অন্য দিকে ছয় পয়েন্ট কমে আবাহনীর অবস্থান দ্বিতীয়তেই। দ্বিতীয়পর্বে শেখ রাসেল ছাড়া জামালের সামনে কোনো বড় বাধা থাকল না। অর্থাৎ তারা যে শীর্ষে থেকেই তৃতীয় রাউন্ড শুরু করতে পারবে তা অনেকটা নিশ্চিত। এদিকে গতকাল দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা ১-১ গোলে ড্র করে। এতে ১৬ ম্যাচে ব্রাদার্সের ২৬, মুক্তির অ্যাকাউন্টে জমা পড়ল ২২ পয়েন্ট।
শিরোনাম
                        - হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
- লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
- শ্রীপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে লুটপাট
- ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেফতার
- ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু
- ঝটিকা মিছিলের অর্থদাতারা আইনের আওতায় আসবে: পুলিশ
দশজনের শেখ জামালের সঙ্গেও পারেনি আবাহনী
জামাল ০:০ আবাহনী
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                    
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        