সময়টা এখন ফুটবলের। আর মাত্র ২৪ দিন পরই দুনিয়া কাঁপানো বিশ্বকাপের পর্দা উঠবে। পৃথিবীজুড়ে এ নিয়ে উম্মাদনা শুরু হয়ে গেছে আরও আগেই। বাংলাদেশও এর বাইরে নয়। অথচ দেশের ফুটবলে করুণ চেহারা তাতেও দূর হচ্ছে না। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা আবাহনী গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এমন ম্যাচেও সাড়া মেলেনি। খেলাটি গোল শূন্য ড্র হয়। ২৫ হাজার আসনবিশিষ্ট গ্যালারিতে দেখা মিলেছিল অল্প কয়েক দর্শক। যাক যারাই এসেছিলেন তাদের প্রত্যাশা ছিল হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ্য হবে। কেননা শেখ জামালের শিরোপা রাস্তা পরিষ্কার করতে জয় যেমন জরুরি ছিল, তেমনিভাবে টেবিলে অবস্থান মজবুত করতে আবাহনীরও জয় ছাড়া উপায় ছিল না। অথচ নিষ্প্রাণ খেলা দেখে দর্শকরা হতাশ হয়েই বাড়ি ফিরেছেন। বিশেষ করে আগের ম্যাচগুলোতে শেখ জামাল যে দুর্দান্ত পারফরম্যান্স শো করেছিল তা ছিল অনুপস্থিত। দুই বিদেশি সনিনর্দে ও ওয়েডসন আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিতেন। কাল কিন্তু তারাও তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। শেখ জামাল দুজনার ওপর যে কতটা নির্ভরশীল তা গতকালের ম্যাচে প্রমাণ পাওয়া গেছে। নর্দেও ওয়েডসন নিষ্ক্রিয় ছিলেন বলে পুরো দলকেই নিস্তেজ মনে হয়েছে। তারপরও ১৫ মিনিটে এগিয়ে যেতে পারত শেখ জামাল। বল নিয়ে ওয়েডসন আবাহনীর বিপজ্জনক এলাকায় ঢুকে শট নিলেও গোলরক্ষক সোহেল রুখে দেন।
আবাহনীর ভালোভাবেই জানা ছিল হারলে শিরোপার আশা প্রায় শেষ হয়ে যাবে। অথচ জয় পেতে যে ধরনের নৈপুণ্য প্রদর্শন করার কথা ছিল তা কিন্তু তাদের খেলোয়াড়দের মধ্যেও দেখা যায়নি। আসলে গোল করার মতো প্রথমার্ধে দুই দলই সেভাবে আক্রমণ চালাতে পারেনি। একটি ব্যাপার লক্ষ্য করা গেছে শেখ জামাল ও আবাহনী অল্পতেই হাঁপিয়ে উঠছিল। সেইভাবে পাহারা না দিলেও সনিও খুব বেশি আক্রমণ চালাতে পারেননি। দ্বিতীয়ার্ধে তা আরও করুণ দশা। দুই দল এতটা ক্লান্ত ছিল যে বল অধিকাংশ মাঝ পথে সীমাবদ্ধ ছিল। তবে ৪৮ মিনিটে ওয়ারীর হেড আবাহনীর গোলরক্ষক রুখে না দিলে জামাল এগিয়ে যেতে পারত। সারা ম্যাচে সনিনর্দে একটাই সুযোগ পেয়েছিলেন। ৫৬ মিনিটে অনেকটা ফাঁকা নেটেই গোল করতে ব্যর্থ হন তিনি। ৬০ মিনিটে শেখ জামাল দশজনের দলে পরিণত হয়। এ সময় লিংকন অবৈধভাবে মিশুকে বাধা দিলে রেফারি মিজানুর রহমান লালকার্ড দেখিয়ে তাকে বের করে দেন। এ সুযোগটাও কাজে লাগাতে পারেনি আবাহনী। শেষ পর্যন্ত গোলহীনভাবে খেলা শেষ হয়। এ ড্রতে শেখ জামাল ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল। অন্য দিকে ছয় পয়েন্ট কমে আবাহনীর অবস্থান দ্বিতীয়তেই। দ্বিতীয়পর্বে শেখ রাসেল ছাড়া জামালের সামনে কোনো বড় বাধা থাকল না। অর্থাৎ তারা যে শীর্ষে থেকেই তৃতীয় রাউন্ড শুরু করতে পারবে তা অনেকটা নিশ্চিত। এদিকে গতকাল দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা ১-১ গোলে ড্র করে। এতে ১৬ ম্যাচে ব্রাদার্সের ২৬, মুক্তির অ্যাকাউন্টে জমা পড়ল ২২ পয়েন্ট।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ আগস্ট)
- সাতসকালে নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৬
- খিলক্ষেত থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা রানাকে চাঁদার টাকাসহ আটক
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
- টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত
- খাগড়াছড়িতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- কাহালুতে বিজয় র্যালি ও সমাবেশে জনস্রোত
দশজনের শেখ জামালের সঙ্গেও পারেনি আবাহনী
জামাল ০:০ আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর