বেশ ঘাম ঝরিয়ে ডব্লিউটিএ রজার্স কাপের তৃতীয় রাউন্ডে উঠলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন ইতালির ফ্লাভিয়া পেন্নেট্টাকে।
কোর্টের যুদ্ধে শুরুটা নড়বড়ে হয়েছে সেরেনার। প্রথম সেটেই হোঁচট খেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা। কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়িয়েছেন গত সপ্তাহে কনুইয়ের ইনজুরির জন্য স্ট্যানফোর্ডে না খেলা সেরেনা। তিনি ২-৬, ৬-৩, ৬-০ গেমে পরাজিত করেছেন পেন্নেট্টাকে।
জয়ের পর ৩৩ বছর বয়সী সেরেনা বলেছেন, 'খুবই কঠিন ম্যাচ হয়েছে। দারুণ লড়াই করেই জিততে হয়েছে আমাকে। তবে এমন খেলোয়াড়ের বিপক্ষে খেলে জয় পাওয়া সত্যি আনন্দের।'
বিডি-প্রতিদিন/১২ আগস্ট ২০১৫/ এস আহমেদ