মুম্বাইয়ের ওর্লিতে একটি ফ্ল্যাট কিলেন ভারতের ক্রিকেটার রোহিত শর্মা। ফ্ল্যাটটি কিনতে খরচ হয়েছে প্রায় ৩০ কোটি রুপি। আহুজা টাওয়ারের ২৯তম তলায় এটি ফোরবিএইচকে ফ্ল্যাট। ঘর থেকে দেখা যায় বান্দ্রা-ওর্লি সমুদ্রপট ও মুম্বাই শহরের চিত্র।
২৮ বছর বয়সী যে বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছেন রোহিত সেটি ৫৩ তলা। সিঙ্গাপুরের পালমার অ্যান্ড টার্নার আর্কিটেক্টটসের তৈরি। এখানে নানা ধরনের সুযোগ সুবিধা আছে। সার্বক্ষণিক সার্ভিস আছে। যখন দরকার পাওয়া যাবে একজন শেফ। জিম আছে। উয়োগা রুম, স্নুকার রুম, বিসনেস এরিয়া প্লাস পুল আছে। স্মোকারদের জন্য আছে আলাদা রুম। চলচ্চিত্রপ্রেমীদের জন্য আছে একটি মিনি থিয়েটার। সুইমিং পুল আছে। আছে বাচ্চাদের খেলার জায়গা। স্যালুন এবং স্পা সুযোগ সুবিধাও রয়েছে।
কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বান্টি সাজদেহ জানান, 'তিনি (রোহিত) একটা বাসা খুঁজছিলেন। আমরা খুশি যে আহুজা টাওয়ারে দারুণ একটি সম্পত্তি পাওয়া গেছে। মুম্বাইয়ের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত এটি। রোহিতের লাইফস্টাইলের জন্য লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ।'
তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলংকায় আছে রোহিতসহ ভারতীয় ক্রিকেট দল। সেখানে খেলছেন তিন টেস্ট সিরিজের প্রথমটিতে। ভারতের ওয়ানডে দলের প্রথম পছন্দের ওপেনার তিনি। টেস্টেও তিন নম্বর জায়গাটিতে প্রতিষ্ঠিত তিনি।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে দীর্ঘদিনের বান্ধবী রিতিকা সাজদেহর সঙ্গে বাগদান হয় রোহিতের। রিতিকা পেশায় স্পোর্টস ম্যানেজার। বসবাস মুম্বাইয়ের কাফ প্যারেডে। ছয় বছর ধরে জানাশোনা তাদের। তবে তাদের বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি। শিগগিরই হয়তো বিয়ে করতে যাচ্ছেন। তাই হয়তো ফ্ল্যাটটি কিনেছেন।
বিডি-প্রতিদিন/১২ অাগস্ট ২০১৫/শরীফ