পরিত্যক্ত ঘোষিত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করেন ম্যাচ অফিসিয়ালরা।
প্রথমে বৃষ্টির জন্য ২০ ওভারের ম্যাচ ১২ ওভারে নেমে আসে। কিন্তু খেলার মাঝপথে আবারও বৃষ্টি আসলে ম্যাচটি বাতিলের ঘোষণা দেন আম্পায়রার।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে ৯৪ রান।
কিন্তু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়। নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো তিন পয়েন্ট।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন