ভারত-পাকিস্কান ক্রিকেট ম্যাচের সিদ্ধান্ত পুরোপুরিভাবে নিতে পারে একমাত্র সরকার। এমনটাই মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গতকাল রবিবার জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার কুনঝের ক্রিকেট মাঠে সেনাবাহিনীর চিনার কর্পস আয়োজিত চিনার ক্রিকেট লিগে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন ধোনি। সেনারা তখন তাকে সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করেছে। সেকারণেই চিনার কর্পসের ম্যাচে প্রধান অতিথি হয়েছিলেন তিনি।
ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধোনি বলেন, এটা শুধু দুটো দেশের মধ্যে খেলা নয়। তার থেকে এর গুরুত্ব অনেক বেশি। তাই এই সিদ্ধান্ত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবেই নিতে হবে। যদি সরকার চায় তাহলে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে ফের খেলবে। নাহলে অন্য কোনও দেশের সঙ্গে সিরিজ চলবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর