স্প্যানিশ লিগ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির ভুলে পরিষ্কার গোল বঞ্চিত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর এই এক গোলের কারণেই শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ম্যাচের তখন ৩০তম মিনিট। ডি-বক্সের বাইরে থেকে মেসি জোরালো শট নেন। সেটা ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন গোলরক্ষক নেতো। বল তার দুই পায়ের ফাঁক দিয়ে গোললাইন পেরিয়ে গেলেও তা এড়িয়ে যায় রেফারির চোখ। ফলে বার্সালোনার খেলোয়াড়রা আনন্দে মেতে উঠলেও রেফারি গোলের বাঁশি বাঁজাননি।
যদিও টিভি রিপ্লেতেও পরিষ্কার দেখা যায়, গোললাইনের ভেতরে বল এক ড্রপ খাওয়ার পর গোলরক্ষক তা ফেরান।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৭/মাহবুব