শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৩৯ রানে নাগপুর টেস্টে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারত। বিরাট বাহিনী ৪ দিনেই ম্যাচ পকেটে পুরে ফেলল। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। সাকুল্যে ৪৯.৩ ওভার স্থায়ী হয় সেই ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিচন্দ্রন অশ্বিন ৬৩ রান চারটি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা ২৮ রানে ২টি, উমেশ যাদব ৩০ রানে ২টি, ইশান্ত শর্মা ৪৩ রানে ২টি উইকেট নিয়েছেন।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ২০৫ রানের জবাব ৬ উইকেটে ৬১০ রানের বিশাল ইনিংস খাড়া করে ভারত। বিরাট কোহলির ২১৩, চেতেশ্বর পূজারার ১৪৩, মুরলি বিজয়ের ১২৮, রোহিত শর্মার অপরাজিত ১০২ রানের দৌলতে বিরাট লিড নেয় কোহলিরা। সেই লিডের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারেনি অ্যাঞ্জেলা ম্যাথিউজের দল। তাদের হয়ে সর্বোচ্চ স্কোর দীনেশ চান্ডিমলের, মাত্র ৬১। বোলার সুরঙ্গা লাকমল নট আউট থাকেন ৩১ রানে।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/আরাফাত