জয়ের ধারায় ফিরেছে সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। রবিবার চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরে সিরি আ’র ম্যাচে লিগ টেবিলের নিচের দল এফসি ক্রোতোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে দিবালা-হিগুয়েইনরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫২তম মিনিটে দারুণ হেডে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচ। ৬০তম মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা ইতালিয়ান ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিও। আর ৭১তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন মরক্কোর ডিফেন্ডার বেনাতিয়া।
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ইতালির অন্যতম সফল ক্লাবটি। ১৯ নভেম্বর লিগে সাম্পদোরিয়ার মাঠে ৩-২ ব্যবধানে হারের পর গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল জুভেন্টাস।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ