এসি মিলান তাদের কোচ ভিনসেনজো মন্টেলাকে বরখাস্ত করে তার পরিবর্তিত হিসেবে নিয়োগ দিয়েছে তাদের সাবেক খেলোয়াড় জেনারো গাত্তুসোকে। চীনা মালিকানাধীন ক্লাবটি সোমবার একথা জানিয়েছে।
রবিবার তুরিনোর সঙ্গে গোলশূন্য ড্র করার পর সিরি এ লীগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে এসেছে ৭ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয়ী ক্লাবটি।
১৯৯৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এসি মিলানের খেলোয়াড় হিসেবে রক্ষণাত্মক মিডফিল্ডার গাত্তুসো ৪৫০টি ম্যাচে অংশ নিয়েছেন। এ সময় তিনি নিজেও একজন সেরা বীরের মর্যাদায় আসীন ছিলেন। কোচ হিসেবে মিলানে নিয়োগ পাবার আগ মুহূর্ত পর্যন্ত ৩৯ বছর বয়সী এই তারকা গ্লাসগো রেঞ্জার্সে কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম