ব্রাজিল ফরোয়ার্ড নেইমার পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদে তার যোগ দেয়া নিয়ে। উড়ো এই খবরকে নেইমার বারবার নাকচ করে দিলেও গুঞ্জনের সমাপ্তি ঘটছে না। আর তারই জের ধরে এবার শোনা গেল, ক্রিশ্চিয়ানো রোনালদোকে বের করে দিলেই রিয়ালে যোগ দেয়ার ইচ্ছা পোষণ করেছেন পিএসজি এই তারকা ফুটবলার।
রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার! একে উড়ো খবর বলে বরাবরই উড়িয়ে দিয়ে আসছেন ব্রাজিল ফরোয়ার্ড। তবু এ গুঞ্জনের সমাপ্তি ঘটছে না। ফের তার স্প্যানিশ ক্লাবটিতে যাওয়া নিয়ে গুজব রটেছে। শোনা যাচ্ছে,
এ ব্যাপারে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস জানাচ্ছে, রিয়ালে যোগ দেয়ার ইচ্ছা আছে নেইমারের। সুযোগটি লুফে নিয়েছে ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ব্রাজিল সেনসেশনকে দলে ভেড়াতে দেনদরবার চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে পিএসজি তারকার বাবার সঙ্গেও যোগাযোগ করেছেন এ ফুটবল ব্যক্তিত্ব।
তবে মাদ্রিদে যেতে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন নেইমার। তার দাবি, ক্লাবটিতে তিনি যোগ দিতে পারেন; কিন্তু তার আগে রোনালদোকে ছাঁটাই করতে হবে। কারণ, মেসির মতো সিআরসেভেনের ছায়া হয়ে থাকতে চান না হালের সেনসেশন।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানিয়েছে, শুধু এটিই নয়, আরো শর্ত দিয়েছেন নেইমার। পিএসজিতে যা পান, তার চেয়ে বেশি বেতন দিলেই তবেই কিনা রিয়ালে যোগ দেবেন তিনি।
তবে এ ব্যাপারে কোন ধরনের ছাড় দিতে নারাজ পেরেজ। রিয়াল বসের দাবি, দীর্ঘমেয়াদে চুক্তি করতে সম্মত হলেই তার শর্তগুলো ভেবে দেখবে কর্তৃপক্ষ। এটি মেনে নিয়ে এলে তাকে স্বাগত জানাবে তারা।
এদিকে গুঞ্জন রটেছে, আসছে মৌসুমেই নতুন ঠিকানায় বসতি গাড়বেন রোনালদো। ফিফা বর্ষসেরা ফুটবলারের বিষয়টি সম্পর্কে নাকি অভিহিত রিয়ালও।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ