স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদোর (বিবিসি) জ্বলে ওঠার অপেক্ষায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।
আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত আড়াইটায় কোপা দেল রে’তে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদারের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
এ প্রসঙ্গে রিয়াল কোচ জিদান জানান, ‘আমি বেনজেমা, বেল ও রোনালদোকে (বিবিসি) একসঙ্গে খেলতে দেখতে চাই। কারণ, এই তিনজনকে আমি একসঙ্গে অনেকদিন ধরে জ্বলে উঠতে দেখছি না। সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছে বেল। এবার তিনজন একসঙ্গে মাঠে নামতে পারবে। বেল আমাদের সঙ্গে যোগ দিয়েছে। কোপা দেল রে’তে ফুয়েনলাব্রাদারের বিপক্ষে তাকে মাঠে নামানো হবে। যত দ্রুত সম্ভব বেলকে আমি তার শতভাগে দেখতে চাই। ঠিক যেমনটি দেখতে চাই ‘বিবিসি’কে। কিন্তু কবে তারা আগের অবস্থায় ফিরতে পারবে, আমি জানি না।’
এর আগে গত অক্টোবরে কোপা দেল রে’র চতুর্থ রাউন্ডের প্রথম লেগে ফুয়েনলাব্রাদার মাঠে ২-০ গোলে জিতেছিল জিদানের দল।
উল্লেখ্য, ইনজুরি কাটিয়ে দীর্ঘ ৬৩ দিন পর রিয়ালের অনুশীলনে যোগ দিয়েছেন বেল।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ