নেইমার ক্লাব ছেড়ে যাওয়ার পর থেকেই আক্রমণে শক্তি বাড়াতে মরিয়া বার্সেলোনা। আর তারই জের ধরে বার্সা শিবিরে নেওয়া হয়েছিল উসমান ডেম্বেলেকে। কিন্তু মৌসুমের শুরুতেই ইনজুরিতে পড়েন রেকর্ড ট্রান্সফারে ন্যু ক্যাম্পে যোগ দেওয়া ফরাসি এ তারকা। তবে বার্সা ভক্তদের জন্য এবার সুখবর আসলো, ফিটনেস নিয়ে দ্রুত বার্সেলোনা শিবিরে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইনজুরি থেকে ফেরা নিয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে ডেম্বেলে জানান, ‘দুই সপ্তাহের মধ্যে আমি দলের অনুশীলনে যোগ দেব। সেরে উঠার জন্য আমি প্রতিদিনই কাজ করছি। এমনকি রোববারসহ বন্ধের দিনগুলোতেও। আমি যত দ্রুত সম্ভব খেলায় ফিতে চাই।’
এর আগে লা লিগায় গত সেপ্টেম্বরে গেটাফের বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ডেম্বেলে। তার সেরে উঠতে ৪ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে সঠিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া মেনে চলায় এর অর্ধেক সময়েই অবস্থার উন্নতি হয়েছে তরুণ এ তারকা ফুটবলারের।
বার্সার জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলার পরেই চোট সমস্যায় ছিটকে যান বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা ফরাসি তারকা স্ট্রাইকার ডেম্বেলে।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ