সুইডেনের কাছে প্লে অফে হেরে রাশিয়া বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যায় ইতালির। আর সেই যন্ত্রণা সহ্য করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন দলটির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বুফনকে। এমনই ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসে খেলা বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
এ ব্যাপারে ৩৯ বছর বয়সী বুফন জানান, ‘আমি জাতীয় দল থেকে একটা বিরতি নিয়েছি। জুভেন্টাস ও জাতীয় দলের জন্য আমি সব সময়ই নিজেকে একজন যোদ্ধা মনে করে এসেছি। আমার বয়স যখন ৬০ বছর হবে, তখনও আমি তাদের কোনো ডাক উপেক্ষা করতে পারব না। কারণ, আমি নিজের ভেতর জাতীয়তাবোধকে ধারণ করি।’
উল্লেখ্য, ইতালি বিশ্বকাপে উঠতে না পারায় পদত্যাগ করেন দলটির কোচ জিয়ান পিইরো ভেঞ্চুরা।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ