বাঁ হাতের হাড় ভেঙ্গে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইনকে। ফলে আগামী শুক্রবার নেপোলির বিপক্ষে ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
গত সপ্তাহের শেষভাগে ক্রোটনের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচেও জুভেন্টাসের অব্যবহৃত বদলী খেলোয়াড়দের তালিকায় ছিলেন তিনি। এ সময়ও তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল বলে গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।
পরে অবশ্য নিজেদের ওয়েবসাইটে ক্লাবটি জানিয়েছে যে, আর্জেন্টাইন আন্তর্জাতিক খেলোয়াড়ের বাঁ হাতের একটি হাড় ভেঙে গেছে। যে কারণে সোমবার তাকে অস্ত্রোপচার করানো হয়েছে। তবে এ ঘটনায় হিগুইনকে কতগুলো ম্যাচে অনুপস্থিত থাকতে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আগামী শুক্রবার সিরি এ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষধারী নেপোলির বিপক্ষে তাদের মাঠে খেলতে হবে জুভেন্টাসকে। এর আগে তিনি সুস্থ হতে পারবেন কি-না সেটি নিশ্চিত নয়। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৩ লীগ ম্যাচ থেকে আট গোল আদায় করেছেন হিগুইন। লীগের পয়েন্ট টেবিলে নেপোলির চেয়ে চার পয়েন্ট কম নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জুভেন্টাস।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম