রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা ইস্তামবুলে সেখানকার স্থানীয় প্লেয়ার কাগলা বাইউকাকের সঙ্গে ম্যাচ খেলছিলেন। আর তখনই সেই কাণ্ডটাই ঘটল মারিয়া শারাপোভার সঙ্গে। টেনিস কোর্টেই বিয়ের প্রস্তাব পেয়ে গেলেন তিনি।
জানা গেছে, ইস্তামবুলে কাগলা বাইউকাকের সঙ্গের সেই ম্যাচে যেই না সার্ভ করতে যাবেন, তখন গ্যালারি থেকে ভেসে আসা অপরিচিত এক কণ্ঠস্বরে শারাপোভা থমকে গেলেন। কারণ, যিনি চিৎকার করলেন, তিনি যে চিৎকার করে বলেছেন, ‘মারিয়া, উইল ইউ ম্যারি মি?’
শারাপোভা মুহূর্তের জন্য থমকে, বুকে হাত রেখে বললেন, ‘মে বি’। শারাপোভা এমন স্বতঃস্ফূর্ত জবাবে সিনান এরডম হলেহাজির সবাই হাসতে শুরু করেন। তবে এই ঘটনা কিন্তু শারাপোভার ম্যাচে প্রভাব ফেলেনি। ৭-৬, ৬-০ কাগলাকে হারিয়ে দেন টেনিস তারকা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর