ঘরের মাঠে হার দিয়ে যাত্রা করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল হাই স্কোরিং ম্যাচে মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের জায়গায় চট্টগ্রামের নেতৃত্ব দিয়েছেন নাঈম ইসলাম।
কিন্তু হঠাৎ চট্টগ্রামের নেতৃত্বে পরিবর্তন কেন? চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত মিরাজের পারফরম্যান্সের ওপর বাড়তি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর এই সিদ্ধান্ত এসেছে প্রধান কোচ পল নিক্সনের চাওয়াতেই। অবশ্য মিরাজকে অধিনায়ক বানানোর পেছনেও নিক্সনের হাত ছিল।
এদিকে নিক্সন বিপিএলের মাঝপথেই ফিরে যাচ্ছেন। লিচেস্টারশায়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আগেই চুক্তিতে বিষয়টি যুক্ত করেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অজি ফাস্ট বোলার ও চট্টগ্রামের বোলিং কোচ শট টেইট।
যাওয়ার আগে মিরাজের ওপর থেকে অধিনায়কত্বের বোঝা কমানোর জন্যই নাঈমকে দায়িত্ব দিতে বলেছেন নিক্সন। যাওয়ার আগে নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষকে বলে গেছেন যে, মিরাজ অধিনায়ক হিসেবে পরিণত নন। তাই তাকে সরিয়ে অন্য কাউকে এই দায়িত্বে আনা দরকার। নিক্সনের পরামর্শেই নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়েছে।
সিলেটকে হারিয়ে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। সিলেটের চার ম্যাচে তৃতীয় হার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ