নারায়ণগঞ্জ শহরের অক্টোফিস এলাকয় অবস্থিত সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট মাঠের প্রায় ৭০ ভাগ অংশ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। মঙ্গলবার বিকালে সরেজমিন গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
মাঠ কর্তৃপক্ষের অভিযোগ, মাঠটির চারপাশে উঁচু। যেমন দক্ষিণ দিকে থাকা ঢাকা- নারায়ণগঞ্জ পাগলা সড়ক, পূর্ব দিকে জাজিরা ভবন, পশ্চিমে অক্টোফিস পানির ট্যাংকি ও উত্তর দিকে ওসমাননী স্টেডিয়াম। সব দিক দিয়ে উঁচু এলাকা। আর সামসুজ্জোহা ক্রীড়া সব দিক থেকে নীচু। তাই যে কোন বৃষ্টির পানি মাঠে এসে জমা হয়।
মঙ্গলবার পরিদর্শনে গিয়ে দেখা যায়, মাঠটির অভ্যন্তরের চারপাশে প্রায় ৭০ ভাগ জায়গা পানিতে তলিয়ে আছে। মধ্যবর্তী স্থানে ক্রিকেট পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এছাড়া মাঠের দক্ষিণ পাশে টিন দিয়ে দেয়া নিরাপত্তা দেয়াল হেলে রাস্তার ফুটপাতে পড়ে আছে।
স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাতাসে টিনের দেওয়াল ও বৃষ্টির পানিতেই মাঠটি তলিয়ে আছে। তবে এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ জানান, মাঠটি যে চারদিক থেকে নীচু তা জানলাম। কালকে (বুধবার) বিষয়টি দেখব।
বিডি প্রতিদিন/হিমেল