এবার পুরষদের মতো নারী ক্রিকেটারদেরও সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলিদের সমান ম্যাচ ফি পেতে চলেছেন স্মৃতি মান্ধানারা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, ‘এই চুক্তি অনুযায়ী পুরুষ ও মহিলারা টেস্টের জন্য প্রায় ১৫ লাখ রুপি, একদিনের আন্তর্জাতিক খেলার জন্য ছয় লাখ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য তিন লাখ রুপি উপার্জন করবেন।’
ক্রিকেটে লিঙ্গ সমতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে জুলাই মাসে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল।
তবে ম্যাচ ফি সমান করা হলেও রিটেইনার ফি কিংবা কেন্দ্রীয় চুক্তির হিসাবে নারী ও পুরুষের পাওনার মধ্যে ব্যবধান থাকছেই।
বিডি প্রতিদিন/নাজমুল