মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের চারপাশে সাজ সাজ রব। নানান পোস্টার ফেস্টুন শোভা পাচ্ছে। তৈরি করা হচ্ছে টানেল। অফিশিয়ালরা নানা কর্মতৎপরায় ব্যস্ত। এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তারা।
স্টেডিয়ামের নানা দিকে অনুশীলনে ব্যস্ত হকি খেলোয়াড়রা। বিদেশি কোচদের নির্দেশনা মেনে চলছেন তারা। বাংলাদেশের হকির জগতে নতুন দিগন্তেরই উন্মোচন করতে যাচ্ছেন সবাই মিলে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ উপলক্ষে হকি স্টেডিয়ামের চারপাশ এখন কর্মচঞ্চল। বাংলাদেশ হকি ফেডারেশন ও বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এইসের ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় ছয় দলের এ টুর্নামেন্টের মাধ্যমেই দেশের হকিতে আসবে নতুন জোয়ার। এমনটাই আশা করছেন আয়োজকেরা।
বৃহস্পতিবার হকি স্টেডিয়ামের নীল টার্ফে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করলেন ছয় দলের ছয় অধিনায়ক। রূপায়ণ সিটি কুমিাল্লার অধিনায়ক সোহানুর রহমান সবুজ, ওয়ালটন ঢাকার আশরাফুল ইসলাম, একমি চট্টগ্রামের রেজাউল করিম বাবু, সাইফ পাওয়ার গ্রুপ খুলনার খোরশেদুর রহমান, মোনার্ক মার্ট পদ্মার ইমরান হাসান পিন্টু এবং মেট্রো এক্সপ্রেস বরিশালের রোমান সরকার ট্রফি সামনে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা এবং রূপায়ন সিটি কুমিল্লা ও মোনার্ক মার্ট পদ্মা।
বৃহস্পতিবার টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে সব দলের অধিনায়কই ভালো হকি উপহার দেওয়ার অঙ্গীকার করলেন। ওয়ালটন ঢাকার অধিনায়ক আশরাফুল বললেন, ‘আমাদের হকির উন্নতির জন্য এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে। তাছাড়া এই টুর্নামেন্টে আমরা একটা বিশেষ সুবিধা পাচ্ছি। বিদেশি কোচ থাকছেন। তাদের কাছ থেকে অনেক নতুন নতুন ট্যাকটিকস শেখা যাবে।’
এরই মধ্যে বিদেশি কোচরা প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। ঢাকায় আছেন মালয়েশিয়ার সাইফুল আজলি, মোনার্ক পদ্মায় দক্ষিণ কোরিয়ার সিঙ জিন ইউ, খুলনায় মালয়েশিয়ার ধর্মা রাজ আবদুল্লাহ, চট্টগ্রামে পাকিস্তানের ওয়াসিম আহমেদ, কুমিলায় দক্ষিণ কোরিয়ার ইউয়ান কুই এবং বরিশালে বিদেশি কোচ হিসেবে থাকছেন দক্ষিণ কোরিয়ার সিন জিতি সন। পাশাপাশি প্রতিটা দলেই থাকছেন দেশি কোচ। সবমিলিয়ে দারুণ এক হকি টুর্নামেন্ট আশা করছেন সবাই।
হকি খেলোয়াড়রা দারুণ রোমাঞ্চিত টুর্নামেন্ট নিয়ে। রোমাঞ্চিত আয়োজকেরাও। এই টুর্নামেন্টের মাধ্যমেই হয়তো ফিরবে হকির সোনালি দিন। বিশ্ব মঞ্চে হকিতে জয় পতাকা ওড়ানোর রসদ পাবে বাংলাদেশ!
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ