ফ্রাঞ্চ্যাইজি লিগ 'হকি চ্যাম্পিয়নস ট্রফি'র উদ্বোধনী ম্যাচে খুলনাকে হারিয়েছে একমি চট্টগ্রাম। জোড়া গোল করে জয়ে বড় অবদান রাখেন ভারতের ফরোয়ার্ড দেভিন্দার ভালমিকির।
শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাইফ পাওয়ার খুলনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে চট্টগ্রাম।
ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই পারেনি লক্ষ্যভেদ করতে। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণ-পাল্টা আক্রমণে চলে ম্যাচ। ২৪ মিনিটে একমি চট্টগ্রাম পেনাল্টি স্ট্রোক থেকে সুবর্ণ সুযোগ নষ্ট করে। গোলকিপার বিপ্লব কুজুর সরাসরি আশরাফুল আলমকে পায়ে আঘাত করেন। তাতে পেনাল্টি পেয়েও ভারতের দেভিন্দার বালমিকির হিট লাগে পোস্টে। দুই মিনিট পর একমি গোল করে এগিয়ে যায় পেনাল্টি কর্নার থেকে।
ফ্লোরিয়ান এলভিসের পুশে রেজাউল করিম বাবুর থামানো বলে দেভিন্দার বালমিকি দারুণ হিটে লক্ষ্যভেদ করেন।
৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে সাইফ পাওয়ার খুলনা। খোরশেদের হিট গোলকিপার ঠিকমতো ফেরাতে পারেননি। তানজীম আহমেদ সামনে থেকে বল পেয়ে প্লেসিং করে জালে পাঠিয়েছেন। ৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম। পেনাল্টি কর্নার থেকে ফ্লোরিয়ান এলভিসের পুশে দেবেন্দ্র বালমিকির ড্র্যাগ ফ্লিকে লক্ষ্যভেদ হয়। ৫৩ মিনিটে একমি ব্যবধান ৩-১ করে ফেলে। হাফিজ জয়নুলের কাটব্যাক থেকে রাজিব দাশের স্টিক ছুঁয়ে বক্সের সামনে থেকে ফ্লোরিয়ান এলভিস স্পার্লিং ফ্লিকে দলের জয় অনেকটাই নিশ্চিত করেছেন।
ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান গোল করে ব্যবধান কমালেও সাইফ পাওয়ার খুলনার হার এড়াতে পারেনি। ম্যাচ সেরা হয়েছেন একমির হাফিজ জয়নুল।