শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ তম বেসিক ফটোগ্রাফি কোর্সের রেজিস্ট্রেশন আজ রবিবার (২৫ মার্চ) থেকে শুরু হয়েছে। এই ফটোগ্রাফি কোর্সের রেজিস্ট্রেশন চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশনের (সুপা) এই কোর্সের আয়োজন করেছে। রবিবার সুপা কর্তৃক এক প্রেস রিলিজে এইসব তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে আরো জানানো হয়, ২৯ তম বেসিক ফটোগ্রাফি কোর্সের রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বিপিসি এক্সিবিশনের আয়োজন করা হয়। এই কোর্সে সাস্টিয়ান ও নন-সাস্টিয়ান উভয়ই অংশগ্রহণ করতে পারবে। সাস্টিয়ানদের জন্য রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা ও নন-সাস্টিয়ানদের জন্য ১০০০ টাকা। এই কোর্সের ক্লাস চলবে আগামী ৬,৭, ১৩ ও ২০ এপ্রিল।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল