ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী তৌহিদুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় শাহীন মিয়া, হাফিজুর রহমান ও দিপ্ত সরকার আহত হয়েছেন।
স্কয়ার গ্রুপের টেক্সটাইল মিলে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের (ইন্টার্নি) জন্য এসব শিক্ষার্থীরা ভালুকার মাষ্টার বাড়ি এলাকার অবস্থান করছিল। রবিবার রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙ্গে পড়েন সহপাঠীদের অনেক। আকস্মিক শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। হতাহতের ঘটনায় শোক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
দুর্ঘটনার ঘটনায় খবর শোনার পর আহদের দেখতে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানসহ কয়েকজন শিক্ষক হাসপাতালে অবস্থান করে চিকিৎসার সবধরণের সহযোগিতা নিশ্চিত করছেন।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৮/হিমেল