শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মাহিদ আল সালাম। তিনি অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহিদ আল সালাম সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার অ্যাডভোকেট এম এ সালামের ছেলে।
দক্ষিণ সুরমা থানার এসআই রিপন দাস বলেন, রবিবার গভীর রাতে নগরীর কিন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় মাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সাথে একটি ব্যাগ পাওয়া গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে পাঠিয়েছে।
এদিকে, এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ক্যাম্পাসের আবৃত্তি সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/মাহবুব