বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা উল্লেখযোগ্য।
জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এরপর একই সময় হল প্রভোস্টগণ অনুরূপভাবে নিজ নিজ হলে পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বর হতে শহীদ স্মৃতিসৌধ পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষর্থী, ইবি ইবি শাখা ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
র্যালি শেষে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ । এরপর পর্যায়ক্রমে সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিভাগ, হল, সমিতি, পরিষদ, ফোরাম, ছাত্র-সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ সু-শৃঙ্খলভাবে পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমদ।
এরপর সকাল ১১টায় প্রশাসন ভবনে উপাচার্যের অফিসকক্ষে বিশ^বিদ্যালয়ে কর্মরত সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মণ। অনুষ্ঠানে উপাচর্য বিশ্ববিদ্যালয়ের হল কেন্দ্রিক প্রথম ওয়েবসাইট ‘বঙ্গবন্ধুহল আইইউ ডটকম’ এর উদ্বোধন করা হয়।
সবশেষে দুপুরে সব আবাসিক হলসমূহে উন্নতমানের খাবরের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার