ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মাহিদ আল সালাম (২৮) নামের ওই শিক্ষার্থী শাবির অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী। তিনি ২০১১-১২ সেশনের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ হয়নি। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরীর কদমতলি এলাকায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা মাহিদের বাবা প্রয়াত অ্যাডভোকেট এমএ সালাম।
জানা যায়, ঢাকায় একটি চাকরির সাক্ষাৎকার দিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন মাহিদ আল সালাম। রাত ১টার দিকে কদমতলি এলাকায় পৌঁছার পর ছিনতাইকারীরা তার হাঁটুর পেছনে ও উরুতে ছুরিকাঘাত করে। কদমতলিতে অচেতন অবস্থায় পড়ে থাকা মাহিদকে এক রিকশাচালক হাসপাতালে নেয়ার পথে ক্বিনব্রিজের কাছে পায় পুলিশ। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, রবিবার দিবাগত গভীর রাতে পুলিশ গুরুতর আহত অবস্থায় মাহিদকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা ছিনতাইকারীরাই মাহিদকে ছুরিকাঘাত করেছে।
শাবির প্রক্টর জহীর উদ্দিন বলেন, ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে মাহিদের লাশ দেখতে পাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার