কয়েকদিনের ব্যবধানে ফের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত হলেন- শাখা ছাত্রলীগের গণ-শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আজমল হোসাইন।
রবিবার রুম দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানকে ছুরিকাঘাত করেন আব্দুর রশিদ রাসেল। এসময় আজমল হোসাইনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ শাবি শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/আরাফাত