দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নিরাপদ সিলেটের দাবিতে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অভিমুখে পদযাত্রা করে। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
অন্যদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে শাবি শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ ও শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
প্রসঙ্গত, গত রবিবার রাতে সিলেট নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন মাহিদ। তার মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন /সালাহ উদ্দীন