প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে শিক্ষা হচ্ছে বড় উপাদান। এ শিক্ষা তথা জ্ঞান আহরণ এবং বিতরণে বই হচ্ছে জ্ঞানের আধার। নিজের জ্ঞানকে সম্প্রসারিত করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে তিন দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বই আমাদের মুক্ত করে’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়ের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির যুগ্মসম্পাদক মাধব চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, প্রধান বক্তা ছিলেন সৃজনশীল প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
চবি উপাচার্য বলেন, ‘নিজেকে জানতে, আত্মজিজ্ঞাসা ও আত্মপ্রত্যয়ী হয়ে উন্নত-সমৃদ্ধ মানুষ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। স্বাধীনতার এ মাসে আমাদের প্রজন্মের সন্তানদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানাতে এবং মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনায় উজ্জীবিত করতে এ ধরণের বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বইমেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পাশাপাশি চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের প্রকাশনী সংস্থা ও পরিবেশকদের ২০টি স্টল স্থান পেয়েছে। এ বইমেলা আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৮/এনায়েত করিম