রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব-২০১৮’ শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল। ‘মিলি মৈত্রীবন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’ স্লোগানে এই নাট্যেৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত। সেখানে অংশ নেবে মোট ১৩টি নাট্যদল।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নাট্যকলা বিভাগ। বিভাগের সভাপতি ড. মো. আতাউর রহমান জানান, নাট্যোৎসবে ভারত থেকে অশোকনগর নাট্যমুখ, লোককৃষ্টি, শ্রুতি পারফরমিং ট্রুপ এবং বাংলাদেশ থেকে বটতলা, প্রাট্যনাট, সুবচন নাট্যদল, অনুশীলন নাট্যদল, ঢাকা থিয়েটার, লোক নাট্যদল, উত্তরাধিকার, মণিপুরি থিয়েটার, বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ অংশ নেবে।
প্রতিটি টিকেটের মূল্য ৩০ টাকা। প্রদর্শনীর আগের দিন থেকে নাটক শুরুর পাঁচ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, টুকিটাকি চত্বর ও নাট্যকলা বিভাগের সামনে থেকে সংগ্রহ করা যাবে।
ড. মো. আতাউর রহমান আরও জানান, জয় জয় ভানু জয় জয়দের, খনা, গণনায়ক, পুতুলনাট্য, সাম্পাননাইয়া, মহাজনের নাও, ম্যাওসংকেত্তন, রাত বিরেতের রক্ত পিশাচ, বিনোদিনী, কঞ্জুস, সার্কাস সার্কাস, কহে বীরাঙ্গনা ও মিসফিট এই ১৩ টি নাটক বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ও সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে প্রদর্শিত হবে।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ফারজানা